শেরপুরে সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষক সমাবেশ
শেরপুরের শ্রীবরদী উপজেলায় সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস তথা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১১ নভেম্বম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে কুরুয়া পশ্চিমপাড়ায় এই মাঠ দিবস তথা কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
মূলত ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শূন্য চাষে সরিষা আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই মাঠ দিবস ও কৃষক সমাবেশ প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু। শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথি ছিলেন জেলা খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষিবিদ সাবরিনা আফরিন হক ও কৃষক সাইদুর রহমান বক্তব্য দেন।
কৃষক সমাবেশ শেষে কৃষকদের মধ্যে সরিষা বীজ বিতরণ করা হয়।