দোহারে শিক্ষার্থীদের মধ্যে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/12/12/dohar_news_pic.jpg)
ঢাকার দোহার উপজেলায় মায়ের আদর ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
গত সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার কাঁঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে এ খাদ্যসামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সংগঠনটির সাধারণ সম্পাদক ও এনটিভির ব্রডকাস্ট সিনিয়র এক্সিকিউটিভ আনোয়ার সোহাগের সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ও কাঁঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর রশিদ, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম শরীফ, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম খলিল, দোহার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বিজয় টিভি প্রতিনিধি মো. আতাউর রহমান সানীসহ শিক্ষক-শিক্ষার্থী, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান শিক্ষক মঞ্জুর রশিদ বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার। প্রয়োজনীয় শিক্ষা উপকরণের অভাবে ঝড়ে পড়তে হয় অনেক মেধাবী শিক্ষার্থীকে। মায়ের আদর ফাউন্ডেশন মতো সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে সবারই এগিয়ে আসা প্রয়োজন।
আনোয়ার সোহাগ বলেন, করোনার সময় দরিদ্র পরিবারে খাদ্যসামগ্রী বিতরণসহ মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে আমাদের এ ফাউন্ডেশন।