চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা
চুয়াডাঙ্গায় হিমেল হাওয়া ও কুয়াশায় বাড়ছে শীতের তীব্রতা। ঠাণ্ডা বাতাসে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ মানুষ। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমুল মানুষ। তাদের স্বাভাবিক কাজ-কর্ম ব্যহত হচ্ছে।
তীব্র ঠাণ্ডার কারণে খেটে খাওয়া দিনমজুর ও শ্রমজীবী মানুষকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়েছে। এসব মানুষ ঘর থেকে বের হতে পারেননি। ফলে পরিবার-পরিজন নিয়ে তাদের কষ্ট করতে হচ্ছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আদ্রতা ৮০ শতাংশ রেকর্ড করা হয়েছে।