নীলফামারীতে উঁকি দিচ্ছে শীতের আগমনী বার্তা

উত্তরের জেলা নীলফামারীতে উঁকি দিয়েছে শীতের আগমনী বার্তা। আজ রোববার (২১ সেপ্টেম্বর) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা পড়তে দেখা গেছে। এতে ঢেকে যায় শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকা।
সকালে শহর ও গ্রামীণ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার কারণে চারপাশে এক ভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মুসল্লি, হাঁটতে বের হওয়া পথচারী ও কাজে যাওয়া শ্রমিকরা কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করেছেন। তবে কুয়াশার কারণে অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।
স্থানীয় কৃষক গোলজার রহমান বলেন, “দিনে গরম থাকলেও শেষ রাতে হালকা শীত অনুভব হচ্ছে। এখন থেকেই কাঁথা গায়ে জড়াতে হচ্ছে। মনে হচ্ছে শীত আর বেশি দূরে নেই।”
স্কুল শিক্ষার্থী নুসরাত জাহান বলেন, “সকালে বের হলে চারপাশে শুধু কুয়াশাই দেখা যাচ্ছে। পুরো পরিবেশটা অনেক সুন্দর লাগছে, মনে হচ্ছে প্রকৃতি নতুন রূপে সাজছে।”
রিকশাচালক মজিবুল ইসলাম বলেন, “কুয়াশার কারণে কাজের জন্য বের হতে একটু সমস্যা হচ্ছে। রাস্তায় গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। তবে শীতের শুরুটা বেশ উপভোগ করছি।”

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম বলেন, রোববার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাত্র ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। দিনে এখনো গরম অনুভূত হলেও শেষ রাতে হালকা শীত পড়ছে। তবে ঘন কুয়াশার সঙ্গে সঙ্গে প্রকৃত শীত নামতে আরও কিছুটা সময় লাগবে।