দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের
জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই জনগণের ভোটাধিকার দ্রুত ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত বিজয় দিবসের শোভাযাত্রাপূর্ব সমাবেশে এ আহ্বান জানান নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে, জনগণের প্রতিদিনের সমস্যাগুলো সমাধান করা এবং দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা্। এতে রাজনীতিতে যোগ্য ব্যক্তিদেরই জনগন ভোট দেবে, নির্বাচিত করবে। জনগণ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই দ্রুত জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিন।
বিএনপির এই নেতা আরও বলেন, বিএনপি কখনও বেআইনিভাবে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। গত ৫ আগষ্টের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল বিএনপি চাইলে সরাসরি ক্ষমতায় বসতে পারত কিন্তু এ জাতীয় সরকারে যাবে না বিএনপি। বিএনপি চায় অন্তর্বর্তী সময়ে নির্বাচনের মাধ্যমে জনগণ যদি দায়িত্ব দেয় তাহলেই ক্ষমতায় যাবে।
শোভাযাত্রাপূর্ব সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, সদস্য সচিব রোকনুজ্জামান রুকন সরকারসহ বিএনপির নেতারা বক্তব্য দেন।
সমাবেশ শেষে বিজয় শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে টাউনহলে গিয়ে শেষ হয়।