মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্পেইন
মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জে দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্পেইনে প্রায় ১৫০০ রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) সকাল আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এর আগে আজ সোমবার সকাল ৮টায় স্থানীয় সরকারি বঙ্গবন্ধু কলেজে ফিতা কেটে ফ্রি ডেন্টাল ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবির, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মো. ওহিদ আলম লস্কার, সিভিল সার্জন ডাক্তার মো. মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসনের উদ্যোগে এবং হিউমেনিটি সার্ভিসেস বাংলাদেশের পরিচালনায় দিনব্যাপী ডেন্টাল বিশেষজ্ঞ চিকিৎসক জিয়াউর রহমানের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ, শমরিতা মেডিকেল কলেজ, পাইওনিয়ার ডেন্টাল কলেজের ৫৬ জন চিকিৎসক বীর মুক্তিযোদ্ধাসহ ১৫০০ রোগীর দাঁত উত্তোলন, দাঁতের স্থায়ী ফিলিং, দাঁত পরিষ্কার করা, অপারেশন ও বিনামূল্যে ওষুধ, টুথপেস্ট প্রদান করা এবং দাঁতের সকল রোগ নির্ণয় ও পরামর্শ প্রদান করেন।