বাসাবো ফুটওভার ব্রিজের নিচ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ডিএমপির লোগো
রাজধানীর সবুজবাগে বাসাবো ফুটওভার ব্রিজের নিচ থেকে এক দিন বয়সী এক কন্যা নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সবুজবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন বিষয়টি নিশ্চিত করেন।
মো. আল মামুন জানান, খবর পেয়ে বাসাবো ফ্লাইওভারের পশ্চিম পাশের ফুটওভার ব্রিজের নিচ থেকে ওই নবজাতককের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় নবজাতকটির শরীরে কোনো পোশাক ছিল না।
পুলিশ কর্মকর্তা মামুন আরও বলেন, ‘কে বা কারা ওই নবজাতককে ওই ফুটওভার ব্রিজের নিচে ফেলে গেছে সে বিষয়ে তদন্ত চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘটনাটি জানার চেষ্টা করছি। আশপাশের কয়েকজনকে জিজ্ঞেস করেও এ বিষয়ে কিছু জানা যায়নি। এ নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’