সচিবালয়ে আগুন : ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয়ের কমিটি গঠন
রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশে বলা হয়, মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্মসচিব মো. আবদুছ সামাদ আল আজাদকে আহ্বায়ক করে আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন উপসচিব মোহাম্মদ সাইদুর রহমান, সিস্টেম এনালিস্ট সুকান্ত বসাক ও সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার এ এস এম মেহরাব হোসেন। এ ছাড়া সদস্য সচিব করা হয়েছে উপসচিব মো. কামাল হোসেনকে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, বাংলাদেশ সচিবালয়ের ৭নং ভবনে সংঘটিত অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্পদের (আসবাবপত্র, ইলেকট্রনিক্স সামগ্রী ও অন্যান্য) ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা। কমিটি প্রয়োজনে যেকোনো সদস্য কো-অপ্ট করতে পারবে। ভবিষ্যতের যেকোনো দুর্ঘটনার ফলে উদ্ভূত ক্ষয়ক্ষতি রোধ করতে করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট সুপারিশ দেবে।
এ ছাড়া গঠিত কমিটি আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবর দাখিল করবে বলেও আদেশে জানানো হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গতকাল বুধবার দিনগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনা ঘটে। এতে ভবনের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম তলা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় সাড়ে ছয় ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।