রাজধানীতে নবদম্পতিকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেপ্তার ৩
রাজধানীর আদাবরে এক নবদম্পতিকে জিম্মি করে চাঁদা দাবি এবং নারীকে কুপ্রস্তাব দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল রোববার (২৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে আদাবরের মোহাম্মদিয়া হাউজিং সোসাইটির একটি বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বর) আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য জানান।
গ্রেপ্তার তিনজন হলেন— জসীম (৩৩), জিহাদুল ইসলাম শুভ (১৯) ও ফয়সাল (১৮)।
ভুক্তভোগী ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, তিনি ওই বাসায় ভাড়া থাকেন। সেই রাতে, রিপন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জনের একটি সন্ত্রাসী দল তার বাসায় ঢুকে মারধর শুরু করে এবং বলে, তোরা বিয়ে ছাড়া একসাথে থাকছস। এখন তোদের পুলিশে ধরিয়ে দেব। এরপর তারা ২০ হাজার টাকা দাবি করে। তারা জানায়, টাকা দিলে সব সমস্যা মিটিয়ে দেওয়া হবে। অথচ, আমরা বিয়ে করেছি। আমাদের কাগজপত্রও রয়েছে।
ইকবালের স্ত্রী পিংকি আক্তার গণমাধ্যমকে জানান, তিনি বাসায় ঢুকে কাপড় পরিবর্তন করছিলেন, এমন সময় ৫-৭ জন লোক তার কাছে এসে কাপড় ছিনিয়ে নেয় এবং মারধর করে। এরপর তাকে অন্য একটি রুমে নিয়ে গিয়ে নানা ধরনের কুপ্রস্তাব দেয়। পরে তারা পুলিশকে ফোন করলে, পুলিশ এসে তাদের উদ্ধার করে।
এস এম জাকারিয়া বলেন, এই ঘটনায় একটি মামলা করা হয়েছে। ওই মামলায় চাঁদাবাজ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।