১৩ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি
দেশের ১৩ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। দেশে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ৮ দশমিক ৩ ডিগ্রিতে। তবে, সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির তথ্যমতে, আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহণ ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, নওগা এবং কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মুদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি এবং দিনের তাপমাত্রা দেশের পশ্চিমাংশে ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।