বান্দরবানে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/05/plaatk_aabu_muchaa_o_niht_nurul_aabchaar_maamun.jpg)
জমি নিয়ে বিরোধের জের ধরে বান্দরবানের আলীকদমে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৪ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম নুরুল আবছার মামুন (২১)।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে সৎ ভাইদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন তারা। এ সময় বড় ভাই আবু মুছার লাঠির আঘাতে ছোট ভাই মামুন অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা মামুনকে উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটানার পর থেকে বড় ভাই আবু মুছা পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, সৎ ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি এখনও তদন্তাধীন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।