চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি উপপরিদর্শকদের
চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন রাজশাহীর সারদা থেকে অব্যাহতি পাওয়া ৪০তম ব্যাচের পুলিশের উপপরিদর্শকরা (এসআই)। আজ রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে সচিবালয়ের ৪ নম্বর গেটের সামনে অবস্থান নেন তারা।
জানা গেছে, মাঠে ও ক্লাসে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চার ধাপে ৩২১ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন কর্তৃপক্ষ। এর প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন।
অব্যাহতিপ্রাপ্ত এক নারী এসআই বলেন, ‘শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আমাদের অব্যাহতি দেওয়া হলেও সেদিন একাডেমিতে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। আমরা নাস্তা খেয়ে ঠিকঠাক প্যারেডে অংশগ্রহণ করেছি। প্রয়োজনে কর্তৃপক্ষ একাডেমির সিসি ক্যামেরা চেক করতে পারেন। তাহলেই প্রমাণ হবে সেখানে কোনো বিশৃঙ্খলা ঘটেনি।’
আরেক আন্দোলনকারী সাজেদুল হাসান বলেন, ‘৪০তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের চলমান ট্রেনিং থেকে অন্যায়ভাবে আমাদের অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা ন্যায়বিচার চাই, পুনর্বহাল চাই।’
চাকরিচ্যুত এসআই রবিউল ইসলাম বলেন, ‘শৃঙ্খলাভঙ্গের অভিযোগ তুলে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। এটি অবিচার ছাড়া কিছুই নয়। সরকারের কাছে অনুরোধ, আমাদের ফিরে যাওয়ার সুযোগ দিন।’
অব্যাহতিপ্রাপ্ত একজন বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে নিজের পকেটের টাকা দিয়ে প্রশিক্ষণ নিয়েছি। আমরা নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান। আমাদের পরিবার এই চাকরির জন্য কত কিছুই ত্যাগ করেছে, কিন্তু আজ আমরা অব্যাহতিপ্রাপ্ত। এ যন্ত্রণা বোঝানোর মতো নয়।’
সাজেদুল নামের আরেকজন বলেন, ‘আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আইজিপি স্যার বরাবর এবং গুরুত্বপূর্ণ সব দপ্তরে স্মারকলিপি দিয়েছি। কোনো সাড়া পাচ্ছি না। আজ আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। শান্তিপূর্ণ এ অবস্থান কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলন করবো। সেখানে আরও বিস্তারিত তুলে ধরা হবে।’
প্রসঙ্গত, ৪০তম ক্যাডেট এসআই ব্যাচে পুলিশ এইআই পদে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন ৮৫৭ জন। এর মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৮২৩ জন। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে ছেলে ২৮৮ জন, মেয়ে ৩৩ জন।