বিএনপিনেতা এস এ খালেক আর নেই
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/05/bnp.jpg)
বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি এস এ খালেকের ফাইল ছবি।
বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা, অবিভক্ত ঢাকা মহানগরের সহসভাপতি ও এমপি এস এ খালেক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তিনি মারা যান।
গত বুধবার (১ জানুয়ারি) এস এ খালেককে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে জটিল নানা রোগে আক্রান্ত ছিলেন। আজ দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম তাকে দেখতে হাসপাতালে যান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সোমবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তাঁর প্রথম জানাজা হবে। দুপুর ২টায় মিরপুর বাংলা কলেজ প্রাঙ্গণে হবে দ্বিতীয় জানাজা। পরে গাবতলী মিরপুর শাহী মসজিদ পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।