বান্দরবানে অস্ত্রধারীদের ছোড়া গুলিতে নারী আহত

বান্দরবানের মানচিত্র।
বান্দরবানের রোয়াংছড়িতে পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীদের ছোড়া গুলিতে এক নারী আহত হয়েছেন। ওই নারীর নাম উমেপ্রু মারমা (৩৪)। আজ সোমবার (১৩ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলাবাহিনী ও স্থানীয় সূত্র জানায়, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের রুমা সীমান্তবর্তী হিমাগ্রী পাড়া এলাকায় জুমঘরে যাবার পথে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে এক পাহাড়ি নারী গুলিবিদ্ধ হয়। খবর পেয়ে আহত অবস্থায় নারীকে উদ্ধার করে বান্দরবান হাসপাতালে ভর্তি করা হয়। আহতের বাড়ি বালাঘাটা রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার দায়িত্বরত কর্মকর্তা শুভ্র দে জানান, গুলিবিদ্ধ নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হবে।