চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন ও পুলিশের জন্য গঠিত চার সংস্কার কমিশন।
আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন হস্তান্তর করেন চার সংস্কার কমিশনের সদস্যরা। এ সময় অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, আজ বুধবার বদিউল আলম মজুমদারের নেতৃত্বে নির্বাচনি ব্যবস্থা সংস্কার কমিশন, সরফরাজ হোসেনের নেতৃত্বে পুলিশ প্রশাসন সংস্কার কমিশন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে দুর্নীতি দমন সংস্কার কমিশন এবং ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ড. আলী রীয়াজের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন তাদের প্রতিবেদন হস্তান্তর করে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এক বৈঠকে কমিশনের সদস্যরা তাদের অনুসন্ধানের ফলাফল ও সুপারিশগুলো তুলে ধরেন।
আজ বুধবার বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে গণমাধ্যমকে ব্রিফ করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তারা মূল বিষয়ের পাশাপাশি প্রতিবেদনগুলোর সারাংশ সংবাদ সম্মেলনে তুলে ধরবেন।
এর আগে, অন্তর্বর্তী সরকার আশা করেছিল, ছয় সংস্কার কমিশনের মধ্যে পাঁচটি অন্তত বর্ধিত সময়সীমা ১৫ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে। বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমানের নেতৃত্বে বিচার বিভাগীয় সংস্কার কমিশন ও আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বে জনপ্রশাসন সংস্কার কমিশন আজ প্রতিবেদন জমা দিতে পারেনি।