স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন, শিক্ষা উপদেষ্টাকে স্মারকলিপি
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য দ্রুত ভূমি অধিগ্রহণসহ নিজস্ব ক্যাম্পাস নির্মাণের দাবিতে মিছিল ও মানববন্ধন পালন করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এরপর শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে তারা। আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুর এ কর্মসূচি পালিত হয়।
আজ দুপুর ১টার দিকে সরকারি গুরুদয়াল কলেজের অস্থায়ী ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হয় শিক্ষার্থীরা। এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুততম সময়ের মধ্যে তাদের স্থায়ী ক্যম্পাসের জমি অধিগ্রহণ করে ক্যাম্পাস নির্মাণের জোর দাবি জানান। ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ জরুরি বলে জানান তারা।
এ সময় বক্তব্য দেন কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র মাশরাফি বিন মোর্তজা ও পারভীর আহমেদ।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়।
২০২১ সালে সরকারি সিদ্ধান্তে স্থাপিত কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম সরকারি গুরুদয়াল কলেজের একটি ভবনে শুরু হয়। ২০২৩ সাল থেকে ক্লাসসহ শিক্ষা কার্যক্রম শুরু হয়।