বাবার জানাজা থেকে শিল্পী মনির খানের আইফোন চুরি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/01/22/mnir-khaaner-baabaar-jaanaajaa.jpg)
বাবার জানাজা থেকে সংগীতশিল্পী মনির খানের আইফোনটি হারানো গেছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মদনপুর গ্রামে বাবার জানাজা শেষে মরদেহের পাশে দাঁড়ানো অবস্থায় এ ঘটনা ঘটে।
শুধু মনির খানের নয়, তার ছেলে মুহূর্তর মোবাইলটিও হারানো গেছে। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, পকেট কাটা দলের সদস্যরা ঘটনাটি ঘটিয়েছে।
মনির খান এনটিভি অনলাইনকে জানান, ১০১ বছর বয়সে বাবা মো. মাহবুর আলী মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। আজ বুধবার বেলা ১২টার দিকে নিজ গ্রাম মদনপুরে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ শেষে বিপুলসংখ্যক মানুষ তাঁর বাবাকে একনজর দেখার জন্য ভিড় করেন। এসময় তিনি সেখানে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ খেয়াল করেন তাঁর পকেটে আইফোনটি নেই। এক সময় ছেলে মুহূর্তর ভিভো মোবাইলফোন সেটটিও খোয়া যায় বলে জানান মনির খান।
বাবার মৃত্যু শোকে কাতর মনির খান আরও জানান, ফোনটিতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ইতোমধ্যে সিমকার্ডটি বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে সিম কার্ড তুলেছেন। সেই সাথে সংশ্লিষ্ট কোটাচাঁদপুর থানায় একটি জিডি করার প্রস্তুতি নিচ্ছেন।
রাতে মহেশপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। এবিষয়ে জানতে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মোবাইলফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। জেলা পুলিশের ঊর্ধ্বতন কারও সাথে কথা বলা সম্ভব হয়নি।