বগুড়ায় সড়কে গাছ ফেলে ডাকাতি, আহত ২০ যাত্রী
বগুড়ার নন্দীগ্রামে কাথম-কালিগঞ্জ সড়কে গাছ ফেলে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহন থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের দেশীয় অস্ত্রের আঘাতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
গতকাল বুধবার (২৯ জানুয়ারি) দিনগত রাত ১২টার দিকে কাথম-কালিগঞ্জ সড়কের থেলকুড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে গাছ কেটে রাস্তায় ফেলে ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাত দল। পরে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন অবরুদ্ধ করে যাত্রী ও চালকদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নেয়। অনেক যাত্রী বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে প্রায় ২০ জন যাত্রী আহত হয়েছেন। পরে গ্রামবাসী এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ছাড়া ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।