ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতসহ আটক ৮
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত এবং তিন মাদককারবারীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। ছবি : এনটিভি
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতসহ আটজনকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। আজ সোমবার (২২ ডিসেম্বর) সকালে উত্তরের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ইয়ামিন চত্বরে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে পেশাদার পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাকুসহ ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পৃথক অভিযানে আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকা থেকে ৫২০ লিটার চোলাই মদ, ৫২০ লিটার জাওয়া মদ ও মদ তৈরির সরঞ্জামাদিসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

জাহিদুর রহমান