বিশ্ব ইজতেমা উপলক্ষে বিশেষ ট্রেন চালু করবে রেলওয়ে
আসন্ন বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে সাত জোড়া বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বাংলাদেশ রেলওয়ে। পাশাপাশি যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, ট্যুরিস্ট এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেন ৩১ জানুয়ারি দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত দুই মিনিট করে টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি করবে।
এছাড়া ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন শনিবার বাতিল করে শুক্রবার করা হয়েছে।
২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের জন্য তুরাগ কমিউটার ট্রেন বন্ধ থাকবে। এদিন বিশেষ ট্রেন পরিচালনার জন্য ১১, ১২, ৪৫, ৪৬, ৯ ও ১০ নম্বরের মেইল ট্রেনের চলাচলও বন্ধ থাকবে।
বর্ধিত যাত্রী পরিবহণের জন্য বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজন করা হবে বলে জানা গেছে।
ইজতেমা উপলক্ষে টঙ্গী স্টেশনে অতিরিক্ত বুকিং কাউন্টার খোলা হবে ও পর্যাপ্ত সংখ্যক টিকিট পরীক্ষক নিয়োজিত থাকবেন। ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের চিকিৎসার জন্য চিকিৎসক এবং পরিষ্কার-পরিছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ বজয় রাখতে একজন কর্মকর্তাসহ প্রয়োজনীয় সংখ্যক পরিচ্ছন্নতাকর্মী সার্বক্ষণিক কাজ করবেন।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)