জীবননাশের হুমকি, চিত্রনায়িকা পপির বিরুদ্ধে জিডি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/04/popi_0.jpg)
চিত্রনায়িকা পপি। ফাইল ছবি
চিত্রনায়িকা পপিসহ চারজনের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বোন ফিরোজা পারভিন। খুলনার সোনাডাঙ্গা থানায় এ জিডি করা হয়।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মনিরুজ্জামান মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, পপি, তার ড্রাইভার, ম্যানেজারসহ চারজন তাকে (ফিরোজা পারভিন) জীবননাশের হুমকি দিয়েছে। এ কারণে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন।
খুলনার ইসমাইল মিয়া রোডে নায়িকা পপির বাবার বাড়ি। গত কয়েক বছর আগে বাবার মৃত্যুর পর পরিবারের সদস্যদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, জিডি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য একজন পুলিশ পরিদর্শককে দায়িত্ব দেওয়া হবে। তারা রিপোর্ট দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।