বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত আজ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/ijtema.jpg)
মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে শুরায়ী নেজাম আয়োজিত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ও শেষ ধাপ। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তাবলিগ জামায়াতের মুরুব্বি মাওলানা মো. জুবায়ের মোনাজাত পরিচালনা করবেন।
আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াত সুবিধার জন্য ১১টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক থাকবে।
এদিকে, আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান।
৪০টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলীগ বিষয়ে মুরুব্বিদের দিকনির্দেশনা শুনছেন ২২ জেলা থেকে আগত মুসল্লিরা। ইজতেমার মাধ্যমে মানুষে মানুষে ভ্রাতৃত্ব গড়ে তুলতে ভূমিকা রাখা, দেশ-বিদেশের মানুষের কাছে দ্বীন ইসলামের বাণী পৌঁছে দেওয়া ইত্যাদি বিষয়ে আলোচনা চলছে। সর্বোপরি মহান তাবলিগের মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করাই তাদের প্রচেষ্টা বলে জানান ইজতেমায় আগত কয়েকজন মুসল্লি।
আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ১১টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা রাখা হয়েছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা—এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে। আখেরি মোনাজাত শেষে তাবলিগের দাওয়াতি কাজে বের হবেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা।