গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন
গাজীপুরে আজ বুধবার ঝুটের গুদামে ভয়াবহ আগুন। ছবি : এনটিভি
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমবাগ বাবুর্চি মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে প্রথমে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘ঝুটের গোডাউনে আগুন লেগেছিল। আমাদের মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।’

নাসির আহমেদ, গাজীপুর