‘নগদ’র সাবেক এমডি তানভীরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/05/tanvir.jpg)
‘নগদ’র সাবেক এমডি তানভীর মিশুক। ছবি : তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নেওয়া
অর্থ জালিয়াতির অভিযোগে ‘নগদ’র সাবেক এমডি তানভীর মিশুকসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গত রোববার (২ ফেব্রুয়ারি) মতিঝিল থানায় এই মামলা দায়ের করা হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে মামলাটি করেন পেমেন্ট সিস্টেম বিভাগের যুগ্ম পরিচালক (জেডি) সরকার মুহাম্মদ আমির খসরু।
জানা গেছে, ‘নগদে’ বড় ধরনের জালিয়াতির অভিযোগ পেয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত নগদ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটি। ভুয়া পরিবেশক ও এজেন্ট দেখিয়ে প্রতিষ্ঠানটিতে আর্থিক জালিয়াতি ও অতিরিক্ত ইলেকট্রনিক অর্থ (ই-মানি) তৈরি করা হয়েছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, মোবাইল ফিন্যান্সিয়াল ব্যাংকিং নগদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। অর্থ জালিয়াতির অভিযোগে ‘নগদ’র সাবেক এমডি তানভীরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।