নতুন দল গড়তে মতামত আহ্বান হাসনাত আব্দুল্লাহর, যেভাবে জানাবেন
ছাত্র-তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আসছে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) একটি পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি নতুন দলটি গঠন করতে সাধারণ নাগরিকদের পরামর্শ প্রদানের আহ্বানও জানিয়েছেন।
হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেন, ‘আপনি কেমন দল চান আমরা তা জানতে চাই এবং সে আদলেই দলটি গড়তে চাই। কমেন্টে দেওয়া ফরমে আপনার মতামত জানান। ফরমটি পূরণ করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে।’
হাসনাত আব্দুল্লাহর পোস্টের নিচে কমেন্ট বক্সের ফরমে দেখা যায়, মোট ১০টি প্রশ্নের মাধ্যমে রাজনৈতিক দল গঠনে মতামত জানতে চাওয়া হয়েছে। নাম, লিঙ্গ, পেশা, জেলা, ফোন নম্বর উল্লেখ করার পর বেশকিছু প্রশ্নের উত্তরের মাধ্যমে এসব মতামত জানতে চাওয়া হয়েছে।
প্রথমেই প্রশ্ন রাখা হয়- আপনার মতে কোন তিনটি কাজ করলে দেশ বদলে যাবে? এরপর বলা হয়- নতুন রাজনৈতিক দলের কাছে আপনার জীবনের কোন সমস্যার সমাধান চান? প্রশ্ন রাখা হয়- নতুন দলের কাছে আপনি কী প্রত্যাশা করেন? এছাড়া দলের নাম কী হতে পারে তা জানতে ও দলের সম্ভাব্য প্রতীক কী হতে পারে সে সম্পর্কেও প্রশ্নের মাধ্যমে উত্তর জানতে চাওয়া হয়।
ফরমটি পূরণ করতে নিচের লিঙ্কটি ব্যবহার করুন: