নতুন মামলায় কামাল মজুমদারসহ ৫ জন গ্রেপ্তার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/kaamaal_mjumdaar_222_1_1.jpg)
রাজধানীর পৃথক থানার মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও মোহনা টেলিভিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা, এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তারা আসামিদের গ্রেপ্তার দেখাতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃত অপর আসামিরা হলেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন ও মাইনুদ্দিন।
এর মধ্যে বাড্ডা থানার মামলায় নজরুল ইসলাম মজুমদার, পল্লবী থানার মামলায় সাবেক শিল্পমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগরওয়ালাকে গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যাত্রাবাড়ী থানার মামলায় সংশ্লিষ্ট থানার সাবেক ওসি আবুল হাসান ও মাইনুদ্দিনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গত ১৯ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া গত ৩ সেপ্টেম্বর দিনগত রাতে আগরওয়ালাকে রাজধানীর গুলশানের আকাশ টাওয়ার থেকে আটক করা হয়।