জুমার নামাজে গিয়ে ভ্যান হারানো যুবক পেলেন ব্যাটারিচালিত নতুন ভ্যান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/nnnn.jpg)
নীলফামারীর কিশোরগঞ্জে জুম্মার নামাজ পড়তে গিয়ে ভ্যান হারানো যুবক ব্যাটারিচালিত নতুন ভ্যান উপহার পেলেন।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে তাকে এই ভ্যান উপহার দেওয়া হয়। এর আগে গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) তার উপার্জনের একমাত্র বাহনটি হারিয়ে যায়।
ভুক্তভোগী যুবক দেলোয়ার হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন, আমার ভ্যানটি মসজিদের বাইরে রেখে নামাজে যাই। পরে এসে দেখি ভ্যানটি চুরি হয়ে গেছে। এরপর পরিবার নিয়ে কেমনে চলব তা নিয়ে খুব চিন্তায় ছিলাম। এটি ছাড়া জীবিকা নির্বাহের আর কোনো উপায় ছিল না আমার। ঘটনাটি শোনার পরে সেবা ফাউন্ডেশন নামে একটি সংগঠনের স্বেছাসেবীরা আমাকে আজকে একটি নতুন ভ্যান উপহার দিয়েছে।
দেলোয়ার হোসেনের বাড়ি উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি এলাকার তাঁতিপাড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের মসজিদের সামনে ভ্যান রেখে জুমার নামাজ পড়তে যান দেলোয়ার হোসেন। নামাজ পড়ে বেরিয়ে দেখেন তাঁর ভ্যানটি সেখানে নেই। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ভ্যানটি না পেয়ে ফিরে যান বাড়িতে। বিষয়টি জানার পরে স্থানীয় সেবা ফাউন্ডেশনের উপদেষ্টা রেদোয়ান সিদ্দিকী ও প্রতিষ্ঠাতা রফিক শাহসহ সদস্যরা মিলে তাঁকে বাড়ি থেকে নিয়ে এসে পরিবার ও দুর্দশার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার করেন। এরপর বিভিন্ন জায়গা থেকে মানুষ সহায়তায় হাত বাড়িয়ে দেয়।
ভ্যানচালক দেলোয়ার হোসেন বলেন, আমার জমি জায়গা বলতে কিছু নাই। আমি ভ্যান চালিয়ে যা উপার্জন হয় তা দিয়েই সংসার চালাই। আমি সেবা ফাউন্ডেশনের কাছে কৃতজ্ঞ।
ভ্যান হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশনের কর্মকর্তারাসহ কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, সহকারী শিক্ষক আ ন ম হারুন অর রশিদ, সুকুমার চন্দ্র রায়, কবি ও লেখক আব্দুল লতিফ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক মোতালেব হোসেন, ইমরান হোসেন ইমু প্রমুখ।