চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ বাংলাদেশ ও ভারতের
দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ভারত। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) ওমানের মাসকাটে ৮ম ভারত মহাসাগর সম্মেলনের (আইওসি) ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৮-২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে সীমান্ত-সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সমাধান করা হবে বলেও আশা প্রকাশ করেন তৌহিদ হোসেন ও এস জয়শঙ্কর।
বৈঠকের পর জয়শঙ্কর বলেন, বৈঠকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বিমসটেকের বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য আলোচনা শুরুর গুরুত্বের ওপর জোর দেন। তিনি সার্ক স্ট্যান্ডিং কমিটির বৈঠক আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং এ বিষয়ে ভারত সরকারকে বিবেচনার আহ্বান জানান।
উভয়পক্ষ পারস্পরিক উদ্বেগ ও স্বার্থের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে সর্বশেষ বৈঠকের কথা স্মরণ করে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, তারপর থেকে উভয় দেশ বিভিন্ন দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক গত বছরের ৯ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ১০-১১ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে ভারত জ্বালানি সপ্তাহের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারত সরকার ও ইন্ডিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় ওমান সরকার আয়োজিত ৮ম ভারত মহাসাগর সম্মেলনে (আইওসি) যোগ দিতে ওমান সফরে রয়েছেন। আগামীকাল সোমবার তার ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি)