ডিসি-এসপিদের সঙ্গে বৈঠকে বসছে ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ২৪ ডিসেম্বর দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মনির হোসেন জানান, ভোটের সার্বিক প্রস্তুতি, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন এবং আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণসহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দিতে আগামী বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই সেমিনার অনুষ্ঠিত হবে। এতে দেশের সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার উপস্থিত থাকবেন।
এদিকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে আগামী রোববার (২১ ডিসেম্বর) বিভিন্ন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। ওই দিন সকাল ১০টায় নির্বাচন ভবনে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠক শেষে বাহিনীর প্রধানেরা গণমাধ্যমের সামনে যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।

নিজস্ব প্রতিবেদক