এনটিভি অনলাইনের সঙ্গে ৫ কোটি মানুষ সংযুক্ত

কেউ ইউটিউবে দেখছেন টিভি, আবার কেউ টিভিতে দেখছেন ইউটিউব। একই ঘরে একজন ব্যস্ত ফেসবুক নেটওয়ার্কিংয়ে, অন্যজন বৃদ্ধাঙ্গুলির ছোঁয়ায় ৫/৬ সেকেন্ড পর পরই পাল্টাচ্ছেন রিলস, শর্টস বা টিকটক ভিডিও। ইন্টারনেটের প্রসারে বিশ্বজুড়ে অনেকেরই লিভিংরুমে জায়গা করে নিয়েছে স্মার্টটিভি, যাকে পশ্চিমারা বলছেন কানেকটেড টিভি বা সিটিভি। বাংলাদেশেরও গ্রাম থেকে শহর–সর্বত্রই ডিজিটাল কনটেন্টের কদর বেড়েছে। পাঠক-দর্শক-শ্রোতার এই বহুমুখী চাহিদার কথা মাথায় রেখে ডিজিটাল কনটেন্টের আধেয়তেও এসেছে আমূল পরিবর্তন।
‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগানকে ধারণ করে শুরু হওয়া এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্মও পিছিয়ে নেই, সাজিয়ে চলেছে সময়ের উপযোগী বহুবিধ কনটেন্ট। দেশের জনপ্রিয় একাধিক প্রতিষ্ঠানের ফ্যাক্টচেকে দেখা গেছে, এনটিভি অনলাইনে পরিবেশিত সংবাদ প্রায় নির্ভুল, বিশ্বাসযোগ্য। তাই এর সুফলও মিলেছে। এনটিভি অনলাইনের একাধিক প্ল্যাটফর্মে ফলোয়ার, সাবস্ক্রাইবার, ইউজার ইতোমধ্যে পাঁচ কোটি ছাড়িয়েছে। অর্থাৎ এনটিভি অনলাইনের সঙ্গে এখন পাঁচ কোটিরও বেশি মানুষ সংযুক্ত আছেন।
২০১৫ সালের ১ ফেব্রুয়ারি অর্থাৎ ভাষার মাসে চালু হয় এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্ম এনটিভি অনলাইন। সেদিন এনটিভির প্রতিষ্ঠাতা মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছিলেন, ‘ভাষার মাসের প্রথম দিনকে এনটিভি অনলাইনের উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে। এনটিভি ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করেছিল। দীর্ঘ পথচলায় সবার ভালোবাসা পেয়েছে এনটিভি। এনটিভি যেভাবে বাংলাদেশের মানুষের হৃদয় জয় করেছে, একইভাবে এনটিভি অনলাইনও দেশের মানুষের ভালোবাসা ও সহযোগিতায় সবার হৃদয়ে স্থান করে নেবে।’
এনটিভির চেয়ারম্যান মহোদয়ের সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিয়েছে, জায়গা করে নিয়েছে পাঁচ কোটি মানুষের হৃদয়ে।
ফেসবুকে ফলোয়ার আড়াই কোটির বেশি
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুরু থেকেই সক্রিয় এনটিভি অনলাইন। খবর, নাটক, রিয়েলিটি শো, ফটোকার্ড, জরিপসহ দর্শক এনগেজমেন্টের সব মাধ্যমেই দর্শকের মন জয় করেছে এনটিভি। টেলিভিশন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে দ্রুততম সময়ে দুই কোটি ফলোয়ারের মাইলফলকে পৌঁছায় এনটিভির ভেরিফায়েড ফেসবুক পেজটি (fb.com/ntvdigital)।
নানা শ্রেণির দর্শক-শ্রোতা-পাঠকের কথা মাথায় রেখে একাধিক পেজে শেয়ার করা হয় তাদের রুচি অনুযায়ী কনটেন্ট। মূল পেজ এনটিভি নাম ছাড়াও ফেসবুকে রয়েছে এনটিভির একাধিক পেজ। এর মধ্যে উল্লেখযোগ্য এনটিভি ভিডিও, এনটিভি নাটক, এনটিভি লাইভ নিউজ, এনটিভি হেলথ, এনটিভি শোজ, এনটিভি স্পোর্টস, এনটিভি সায়েন্স অ্যান্ড টেক, এনটিভি ক্রাইম ওয়াচ, এনটিভি জবস, এনটিভি হা-শো, এনটিভি অপিনিয়ন অ্যান্ড আর্টস, এনটিভি ইউএই, এনটিভি কুয়েত, এনটিভি মালয়েশিয়া, এনটিভি অস্ট্রেলিয়া, এনটিভি ফ্যাক্টচেক, এনটিভি বিজনেস, রূপকথার রাত, এনটিভি বাজার, এনটিভি কানেক্ট, এনটিভি নারায়ণগঞ্জ, এনটিভি চাঁদপুর, এনটিভি ফ্যান গ্রুপ। এ ছাড়া এনটিভি ম্যাসেঞ্জারে রয়েছে এনটিভি, এনটিভি নাটক, এনটিভি ভিডিও, এনটিভি স্পোর্টস নামে চারটি ব্রডকাস্ট চ্যানেল। এসব পেজ, গ্রুপ ও ব্রডকাস্ট চ্যানেলে মোট ফলোয়ারের সংখ্যা দুই কোটি ৫১ লাখ ২০ হাজারের বেশি।
ইউটিউবে সাবস্ক্রাইবার দুই কোটি ২০ লাখের বেশি
কথায় আছে, ‘সিয়িং ইজ বিলিভিং’। কোনো কিছু দেখলে মানুষ সেই ঘটনা বা তথ্যকে বেশি বিশ্বাস করে। ভিডিও তাই শক্তিশালী এমন এক মাধ্যম, যেখানে এনটিভি রয়েছে শীর্ষস্থানীয় অবস্থানে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবে তাই এনটিভির শক্ত অবস্থান। এনটিভি, এনটিভি নাটক, এনটিভি নিউজ, এনটিভি লাইভ, এনটিভি ইসলামিক, এনটিভি স্পোর্টস, এনটিভি শোজ, এনটিভি গ্লোবাল, এনটিভি হেলথ, এনটিভি লাইফস্টাইল, এনটিভি কুকিং শো, এনটিভি বাংলা মুভি, এনটিভি মিউজিক, হাউস ৯৬, ফ্যামিলি ক্রাইসিস, দেশি ড্রামা ডিলাইট, এনটিভি অস্ট্রেলিয়া, এনটিভি প্রবাস জীবন, এনটিভি আনকাটসহ ১৯ চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে দুই কোটি ২০ লাখের মতো। এসব চ্যানেল থেকে ইউটিউব নেটওয়ার্কে এ পর্যন্ত প্রায় ৮০০ কোটি বা আট বিলিয়ন ভিউ পেয়েছে এনটিভি অনলাইন। ভিডিও দেখে মানুষ যুক্ত করেছে ৮৯৩ মিলিয়ন বা ৮৯ লাখ ৩০ হাজার ওয়াচ আওয়ার বা ঘণ্টা। একটি মজার তথ্য হলো, একজন মানুষ যদি একটানা এই ভিডিও দেখতেন তাহলে তাঁর সময় লাগত এক লাখ এক হাজার ১৬ বছর পাঁচ মাস ২৩ দিন।
পোর্টালে ইউজার ৩১ লাখের বেশি
এনটিভির অফিসিয়াল ওয়েবসাইট বা ওয়েবপোর্টাল www.ntvbd.com-এ প্রতি মাসে ৩১ লাখের বেশি পাঠক ভিড় করেন। কেউ কেউ এক বা একাধিক খবর পড়েন। পাঠকের আস্থায় বরাবরই রয়েছে এনটিভির পোর্টাল। খবরের সঙ্গে ভিডিও সংযুক্ত করায় পাঠকের মধ্যে বিশ্বাসযোগ্যতা আরও বেড়েছে। দ্রুততম সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এই মাধ্যমটিও সমানভাবে অগ্রসর হচ্ছে। রিউমার স্ক্যানার, বুম বাংলাসহ দেশের জনপ্রিয় একাধিক প্রতিষ্ঠানের ফ্যাক্টচেকে দেখা গেছে, এনটিভির পোর্টালে পরিবেশিত সংবাদ প্রায় নির্ভুল, বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য। দেশি-বিদেশি একাধিক বার্তা সংস্থাও বিভিন্ন সময় এনটিভির খবরকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে।
ইনস্টাগ্রামেও এগিয়ে চলেছে এনটিভি
মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে শুরুতে ছবি শেয়ার করা গেলেও এখন ভিডিও এবং রিলসের জন্য বিশ্বব্যাপী আরও জনপ্রিয় হয়ে উঠেছে ইনস্টাগ্রাম। এই প্ল্যাটফর্মে এনটিভির রয়েছে আট লাখ ৫৭ হাজারের বেশি ফলোয়ার। এনটিভি প্রতিনিয়তই ছবি, রিলস, ভিডিও শেয়ার করে মাতিয়ে রাখছে দর্শকদের।
টিকটিকও মাতাচ্ছে এনটিভি অনলাইন
বিশ্বব্যাপী তরুণদের মধ্যে তুমুল জনপ্রিয় শর্টভিডিও প্ল্যাটফর্ম টিকটক। নানা তর্ক-বিতর্ক, নিষেধাজ্ঞা সত্ত্বেও টিকটক সমাজ ও রাষ্ট্রে অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই টিকটকেও রয়েছে এনটিভির জোরালো উপস্থিতি। এনটিভি বাংলাদেশ এবং এনটিভি এন্টারটেইনমেন্ট নামে দুটি অ্যাকাউন্টে মোট ফলোয়ার ১০ লাখ ১৩ হাজারের বেশি। টিকটকে এনটিভির ভিডিওগুলো এতই জনপ্রিয় যে ইতোমধ্যে লাইক পড়েছে এক কোটি ৬৫ লাখ আর এসব ভিডিও দর্শক দেখেছে ৭৬ কোটি ৫০ লাখ ৭৫ হাজারের বেশি।
এক্সে সক্রিয় এনটিভি অনলাইন
বিশ্বের শীর্ষধনী, প্রযুক্তি বিশ্বের আলোচিত ব্যবসায়ী ও রাজনীতিবিদ ইলন মাস্কের মালিকানাধীন এক্সেও (সাবেক টুইটার) সক্রিয় এনটিভি অনলাইন। দুই লাখ ৭৮ হাজার মানুষ এই প্ল্যাটফর্মে এনটিভিকে ফলো করে। এনটিভির গুরুত্বপূর্ণ কনটেন্টগুলো শেয়ার করা হয় এক্সে।
লিংকডইনে এনটিভির উপস্থিতি
পেশাজীবীদের মধ্যে জনপ্রিয় প্ল্যাটফর্ম লিংকডইন। চাকরি প্রত্যাশী ও চাকরিদাতার মধ্যে মেলবন্ধনের জন্য জনপ্রিয় এই নেটওয়ার্কটি। এনটিভি শুধু নিজেদেরই নয়, অন্যান্য প্রতিষ্ঠানের চাকরির সন্ধান দেওয়া পোস্ট দেওয়ার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অর্ধ লাখের বেশি বা ৫৩ হাজার ফলোয়ার রয়েছে এনটিভির লিংকডইন পেজে। এছাড়া পিন্টারেস্টেও এনটিভির অ্যাকাউন্ট রয়েছে।
এনটিভি সবসময়ই বাংলাদেশসহ বিশ্বের পাঠক, দর্শক ও শ্রোতাদের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ, জনপ্রিয় অনুষ্ঠান পরিবেশন করে আসছে। ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে বদ্ধপরিকর চ্যানেলটি।