এনটিভির মুকুটে ইউটিউবের ১৮টি প্লে বাটন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/04/music-silver-button-1920.jpg-2.jpg)
আধুনিক যুগ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ। আর এই প্রযুক্তির বহুমাত্রিক প্রভাব সাধারণ মানুষ থেকে শুরু করে তারুণ্যকে করেছে গতিশীল ও তথ্যবহুল। সারা বিশ্বে স্মার্টফোন-বিপ্লবের পর শিক্ষা, তথ্যে ও বিনোদনে এসেছে নতুন মাত্রা। স্মার্টফোনের বদৌলতে সামাজিকমাধ্যম সহজতম হয়েছে।
হাত স্মার্টফোন আছে তো, পুরো বিশ্বই হাতের মুঠোয়। কবি কাজী নজরুল ইসলাম তাঁর সংকল্প কবিতায় বলেছেন, ‘বিশ্ব-জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।’
পৃথিবী প্রতিনিয়ত গতিশীল। আর তাই সাদৃশ্যজগতের জনপ্রিয়তা বাড়ছে। আর জনপ্রিয় এ মাধ্যমে এনটিভি অনলাইনও বেশ জনপ্রিয়, যার মুকুটে শোভা পাচ্ছে ১৮টি ইউটিউবের প্লে বাটন।
ভিডিও কনটেন্ট তৈরি ও সরবরাহকারী জনপ্রিয় চ্যানেলগুলোকে ‘ক্রিয়েটর রিওয়ার্ডস’ দিয়ে সম্মানিত করে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। ‘এনটিভি মিউজিক’ চ্যানেলটি এক লাখ সাবস্ক্রাইবারের মাইলফলক ছোঁয়ায় এবার এনটিভি অনলাইনের সঙ্গে যুক্ত হলো আরেকটি প্লে বাটন। পুরস্কার হিসেবে ইউটিউব কর্তৃপক্ষ দিয়েছে ‘সিলভার প্লে বাটন’। বর্তমানে এই চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা এক লাখ দুই হাজার।
এনটিভি অনলাইনের সাফল্যে উচ্ছ্বসিত ইউটিউব কর্তৃপক্ষ। এ প্রতিষ্ঠানের সিইও নীল মোহন ক্রেস্টের সঙ্গে পাঠানো এক চিঠিতে জানান, সিলভার ক্রিয়েটর অ্যাওয়ার্ডের মাধ্যমে এক লাখ সাবস্ক্রাইবারে পৌঁছানোর জন্য আপনার আকর্ষণীয় মাইলফলককে সম্মান করতে পেরে আমরা গর্বিত। অভিনন্দন। তাই আপনার সৃষ্টির প্রয়াস চালিয়ে যান। আপনারা আমাদের বিস্মিত করেছেন। আমরা আপনাদের সাহায্য করতে এখানে আছি।’
এ প্রসঙ্গে এনটিভি অনলাইনের সম্পাদক ফকরউদ্দীন জুয়েল বলেন, ‘ইউটিউব ১৮টি ‘প্লে বাটন’ পুরস্কার দিয়ে আমাদের সম্মানিত করেছে, যার মধ্যে ১২টি সিলভার প্লে বাটন আর ছয়টি ‘গোল্ডেন প্লে বাটন’ রয়েছে। আরেকটি সিলভার প্লে বাটনের অর্জন কাজের ক্ষেত্রে আনবে গতিশীলতা, যা আগামী দিনে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।’
তারুণ্য ও প্রযুক্তি নির্ভর হওয়ায় ২০১৫ সালের পহেলা ফেব্রুয়ারি এনটিভির সঙ্গে নতুন পালক হিসেবে এনটিভি অনলাইন যুক্ত হয়, যা এনটিভিকে নতুনভাবে দর্শকদের মাঝে পরিচয় করে দেয়। এনটিভি খবর, নাটক, সিনেমা, গান, স্বাস্থ্য, জীবনধারা, খেলা, ইসলামিক শো, কুকিং শো, প্রবাসজীবনসহ রয়েছে একাধিক জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে।
অগণতি দর্শকদের বিপুল ভালোবাসার কারণেই এনটিভির ইউটিউব চ্যানেলগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছ। আর দর্শকদের জন্য এনটিভিও প্রতিনিয়ত জোগান দিয়ে চলেছে রুচিশীল, গুণসম্পন্ন সব কনটেন্ট। দেশের আঙিনা পেরিয়ে বিশ্বের সব প্রান্ত থেকে দর্শক আগ্রহ নিয়ে দেখছেন এনটিভির ভিডিওগুলো।