এমজি আনল হাইব্রিড এসইউভি সিরিজ, এক চার্জে চলবে ১২০ কিলোমিটার
দেশের বাজারে নতুন প্রজন্মের জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হাইব্রিড এসইউভি উন্মোচন করেছে স্বনামধন্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এমজি বাংলাদেশ। গত ১৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এমজি এইচএস হাইব্রিড প্লাস এবং এমজি এইচএস সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেল দুটি বাজারে আনে প্রতিষ্ঠানটি।
নতুন এই হাইব্রিড এসইউভিগুলোর দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ লাখ টাকা থেকে শুরু করে ৫৯ লাখ টাকা পর্যন্ত। আধুনিক প্রযুক্তি, উচ্চ জ্বালানি দক্ষতা এবং কম কার্বন নিঃসরণ—এই তিনটি বিষয়ের সমন্বয়ে তৈরি করা হয়েছে গাড়িগুলো।
এমজি এইচএস হাইব্রিড প্লাস মডেলটি দৈনন্দিন ব্যবহার উপযোগী করে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে স্মার্ট হাইব্রিড পাওয়ার সিস্টেম, যা সর্বোচ্চ ২২১ দশমিক ৩ বিএইচপি শক্তি উৎপাদন করতে সক্ষম। চালানোর অবস্থাভেদে গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে ইলেকট্রিক ও পেট্রোল মোডের মধ্যে পরিবর্তন করতে পারে। বাস্তব ব্যবহারে এই মডেলটির জ্বালানি দক্ষতা লিটারপ্রতি প্রায় ২৩ দশমিক ৮ কিলোমিটার পর্যন্ত পাওয়া যাবে।
অন্যদিকে, এমজি এইচএস সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেলটিতে রয়েছে ২৪ দশমিক ৭ কিলোওয়াট-আওয়ার ক্ষমতার ব্যাটারি। একবার পূর্ণ চার্জে শুধুমাত্র বিদ্যুৎ ব্যবহার করে গাড়িটি ১২০ কিলোমিটারের বেশি চলতে পারে। ব্যাটারি ও পূর্ণ জ্বালানি ট্যাংকের সম্মিলিত ব্যবহারে গাড়িটির মোট চলার সক্ষমতা এক হাজার কিলোমিটারেরও বেশি বলে জানিয়েছে এমজি বাংলাদেশ।
এই মডেলের সঙ্গে অতিরিক্ত সুবিধা হিসেবে গ্রাহকদের বিনামূল্যে ৭ দশমিক ৪ কিলোওয়াট ক্ষমতার একটি হোম চার্জিং স্টেশন দিচ্ছে প্রতিষ্ঠানটি।
উন্মোচন অনুষ্ঠানে এমজি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মাশনুর চৌধুরী বলেন, ‘এই আয়োজন শুধু দুটি নতুন গাড়ি বাজারে আনার নয়; বরং বাংলাদেশের টেকসই ও আধুনিক পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ গঠনে এমজি’র দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।’
তিনি বলেন, ‘এইচএস হাইব্রিড প্লাস ও সুপার হাইব্রিড মডেলের মাধ্যমে আমরা উন্নত প্রযুক্তি, উচ্চ জ্বালানি দক্ষতা ও প্রিমিয়াম স্বাচ্ছন্দ্যের সমন্বয় ঘটিয়েছি।’
এমজি বাংলাদেশের নির্বাহী পরিচালক মুহাম্মদ মোস্তাফিজুর রশিদ ভূইয়া বলেন, ‘নতুন এই হাইব্রিড মডেলগুলো প্রমাণ করে বাংলাদেশ এখন পরবর্তী প্রজন্মের স্মার্ট মোবিলিটির জন্য প্রস্তুত। এইচএস সিরিজ সি-সেগমেন্ট এসইউভি ক্যাটাগরিতে নতুন মানদণ্ড স্থাপন করবে।’
ডিজাইন ও ফিচারের দিক থেকে এইচএস সিরিজে রয়েছে ১২ দশমিক ৩ ইঞ্চির ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন ও একই আকারের ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ২৭২০ মিলিমিটার হুইলবেস গাড়ির ভেতরে বাড়তি জায়গা নিশ্চিত করেছে। ১৭৬ মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় দেশের বিভিন্ন সড়ক পরিস্থিতিতে গাড়ি চালানো সহজ হবে।
নিরাপত্তা ব্যবস্থায় রয়েছে সাতটি এয়ারব্যাগ, এমজি পাইলট এডিএএস লেভেল-২, পিএম ২.৫ এয়ার ফিল্ট্রেশন সিস্টেম এবং উন্নত মাল্টি-স্পিকার সাউন্ড সিস্টেম। বুট স্পেস ৫০৭ লিটার, যা সিট ভাঁজ করলে বেড়ে দাঁড়ায় প্রায় ১ হাজার ৪৮৪ লিটারে।

এনটিভি অনলাইন ডেস্ক