শিল্পখাতে ক্যাম্পাস নেটওয়ার্কের ব্যবহার নিয়ে গবেষণা

ওয়াইফাই নিয়ে হতাশ? বিভিন্ন কোম্পানিও মাঝেমধ্যে এমন হতাশার কথা বলে।নিজস্ব নেটওয়ার্ক ও ৫জি এই সমস্যার সমাধান করতে পারে। জার্মানির এক শিল্প পার্কে এই প্রযুক্তি নিয়ে পরীক্ষা চলছে। এই পার্কের এক কোম্পানি জেডডাব্লিউআই টেকনোলজিস প্রযুক্তিটি পরীক্ষা করছে। ওই কোম্পানির কর্মকর্তা প্যাট্রিক ফান বিক বলেন, ‘‘আমরা এখন রিয়েল টাইমে কাজ করতে পারি৷ আগে আমাদের তথ্য সংগ্রহ করে সেগুলো অন্য জায়গায় নিয়ে গিয়ে তারপর...