জার্মানির উড়ন্ত ট্যাক্সি নির্মাতাদের হালচাল

উড়ন্ত ট্যাক্সির কথা অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। এক্ষেত্রে, জার্মানির ভোলোকপ্টার এবং লিলিয়াম কোম্পানি অনেক আশা দেখিয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে, কোম্পানি দুটি নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে।শহরে ব্যবহারের জন্য, জার্মানির ভোলোকপ্টার কোম্পানি উড়ন্ত ট্যাক্সি তৈরির পরিকল্পনা করেছিল। আর লিলিয়াম কোম্পানির পরিকল্পনা ছিল, অল্প দূরত্বে যাওয়ার জন্য মিনি-জেট তৈরি। কিন্তু পরিকল্পনা বাস্তবায়নের আগেই, তারা...