পানি থেকে মাইক্রোপ্লাস্টিক দূর করার জেল
জার্মানির একটি অলাভজনক স্টার্ট-আপ পানীয় পানি থেকে মাইক্রোপ্লাস্টিক অপসারণের জন্য একটি জেল তৈরি করেছে। এটি পানি শোধনাগারগুলোতে প্রয়োগ করা হচ্ছে। পরিবেশবান্ধব এই জেল কার্বন ওি সিলিকা দিয়ে তৈরি। জেলটি মাইক্রোপ্লাস্টিককে জমাটবদ্ধ করে, যা তাদের দৃশ্যমান করে তোলে।জেলটি উদ্ভাবন করেছে জার্মানির ভাসা ৩.০ কোম্পানি। এর প্রতিষ্ঠাতা কাটরিন শুয়েন বলেন, ‘‘আমাদের হাইব্রিড সিলিকা জেল একটি জাদুর আঠার মতো, যা...
সর্বাধিক ক্লিক