ইসির অধীনে এনআইডি সেবা না রাখার প্রস্তাব

নির্বাচন কমিশন লোগো। ফাইল ছবি
জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে না রাখার প্রস্তাব করা হয়েছে। ফলে এ কার্যক্রম চলে যেতে পারে সিভিল রেজিস্ট্রেশন কমিশন নামে নতুন একটি কমিশনের অধীনে।
আজ মঙ্গলবার (৪ মার্চ) ইসির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসির সূত্র বলছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন- ২০২৩ বাতিলের জন্য রহিতকরণ অধ্যাদেশ হচ্ছে। কিন্তু সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে জন্মনিবন্ধন ও এনআইডি নিয়ে স্বাধীন কমিশন গঠন করছে অন্তর্বর্তী সরকার। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ সিভিল রেজিস্ট্রেশন কমিশন অধ্যাদেশ করার প্রস্তাব করেছে।