ছাত্র আন্দোলনে নিহত আসিফের মরদেহ ৭ মাস পর হস্তান্তর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আসিফ হোসাইনের মরদেহ সাত মাস পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আদালতের নির্দেশে আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুর ১২টার দিকে আসিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা পুনর্বাসন মহল্লার নজরুল ইসলামের ছেলে আসিফ। তিনি সিরাজগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলেন।
কলেজ শিক্ষার্থী আসিফ হোসেনের মামা শাহীন শেখ বলেন, ‘গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যান্যদের সঙ্গে মিছিলে অংশ নেন আসিফ হোসেন। যাওয়ার সময় মাকে বলে যায়, মা আমি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যাচ্ছি। শহরের চৌরাস্তা মোড় এলাকায় মিছিলে অংশ নেয় সে। মিছিলে অংশ নেওয়া অন্য ছাত্ররাও তাকে সেখানে দেখেছে। দুপুরের পর থেকে তার ব্যবহৃত ফোন বন্ধ পাওয়া যায়। এরপর পরিবারের সদস্যরা তার সন্ধানে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ৫ আগস্ট ফায়ার সার্ভিসের সদস্যরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়ির ভেতর থেকে আসিফ ও শাহিন নামে দুজনের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখে।’
সিরাজগঞ্জ শহরের ২নং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এস আই) মুস্তাকিম বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মরদেহটি কলেজ শিক্ষার্থী আসিফ হোসাইনের। পরে তার বাবা নজরুল ইসলাম ছেলের মরদেহ পেতে আদালতে আবেদন করেন। গত ২ মার্চ শুনানি শেষে বিচারক আসিফের পরিবারকে মরদেহ হস্তান্তর করতে আদেশ দিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী আজ আসিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।