মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আরও একজন আটক

বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে আট বছর বয়সী এক মেয়েশিশু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ধর্ষণের এ ঘটনায় শিশুটির দুলাভাই সজীব শেখকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৭ মার্চ) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে আটক করা হয়। এদিন সকালে ভুক্তভোগী শিশুটিকে অচেতন অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুরে শিশুটিকে ফরিদপুর মেডিকেল হাসপাতালে এবং সর্বেশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, মাগুরার শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের তৃতীয় শ্রেণির ওই শিশু কয়েকদিন আগে আপন বোনের শ্বশুরবাড়ি সদর উপজেলার নিজনান্দুয়ালি মাঠপাড়া গ্রামে বেড়াতে যায়। এরপর থেকেই বোনের শ্বশুর হিটু শেখের কুনজরে পড়ে শিশুটি। গত বুধবার রাতে শিশুটি ঘুমিয়ে পড়লে তাকে ধর্ষণ করে হিটু শেখ। বৃহস্পতিবার সকালে শিশুটিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় এ পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে।