মাগুরা-যশোর মহাসড়কে ৩ দিন বন্ধ থাকবে যানচলাচল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/magura_.jpg)
আগামী শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে মাগুড়া-যশোর মহাসড়ক। মহাসড়কের পুরাতন আড়পাড়া সেতুর কাজের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করেছে মাগুরা সড়ক ও জনপথের সড়ক বিভাগ। এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার নির্বাহী প্রকৌশলী (চ.দা.) মো. রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. রাসেল বলেন, আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মো. সাখাওয়াত হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছি। এদিন জানতে পেরেছি যে, আড়পাড়া সেতুর রেট্রোফিটিং কাজে গার্ডার লিফটিং ও এক্সপ্রেশন জয়েন্ট রিপ্লেসমেন্ট কাজ শুরু হবে। এজন্য এই রুটে চলাচলকারী যানবাহনকে বিকল্প রুট ব্যবহারের জন্য অনুরোধ করা হয়েছে।
খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন কংক্রিট/বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় যশোর (দড়াটানা মোড়)-মাগুরা (ভায়না মোড়) এন ৭০২ জাতীয় মহাসড়কের ৩১তম কিলোমিটার অংশে অবস্থিত পুরাতন আড়পাড়া সেতুর রেট্রোফিটিং কাজে গার্ডার লিফটিং এবং এক্সপ্রেশন জয়েন্ট রিপ্লেসমেন্ট কাজ শুরু হবে।
এর আগে মুঠোফোনে উপবিভাগীয় প্রকৌশলী মো. ইলিয়াস ফারুকও একই তথ্য জানান। জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা সড়ক জোনের আওতাধীন মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরাতন কংক্রিট/বেইলি সেতুর স্থলে কংক্রিট সেতু নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় কাজ চলছে। সে হিসেবে যশোর (দড়াটানা মোড়)-মাগুরা (ভায়না মোড়) এন ৭০২ জাতীয় মহাসড়কের ৩১তম কিলোমিটার অংশে অবস্থিত পুরাতন আড়পাড়া সেতুর রেট্রোফিটিং কাজে গার্ডার লিফটিং এবং এক্সপ্রেশন জয়েন্ট রিপ্লেসমেন্ট কাজ শুরু হবে। ওই কাজ চলাকালীন সময়ের মধ্যে আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ১৬ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত আড়পাড়া সেতুতে যানচলাচল সাময়িকভাবে সম্পূর্ণ বন্ধ থাকবে।
এই সময়ে ওই সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক মাগুরা-ঝিনাইদহ-যশোর (এন৭) মহাসড়কটি ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।