কনস্ট্রাকশন অফিসে ভাঙচুরের অভিযোগে ১৪ জন আটক

রাজধানীর রাসেল স্কয়ারের কাবিকো নামের একটি কনস্ট্রাকশন অফিসে ভাঙচুরের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়কসহ ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় রাজধানীর রাসেল স্কয়ার থেকে তাদের আটক করা হয়।
রাত সাড়ে ১১টায় কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রফিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমানসহ মোট ১৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। শেখ কবীরের কাবিকো নামের একটি কনস্ট্রাকশন অফিসে তারা ভাঙচুর চালিয়েছে। এ ঘটনা জেনে সেনাবাহিনীসহ আমরা ঘটনাস্থলে যাই। তারপর তাদের আটক করি।
কেন ভাঙচুরে চালিয়েছে, এমন প্রশ্নে রফিকুল ইসলাম বলেন, তা আমি জানি না। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। কোনো অনৈতিক লেনদেনের ব্যাপার ছিল কিনা, তাও আমরা খতিয়ে দেখবো। তাদের এখন থানায় আনা হয়েছে।