সাভারে হত্যা মামলার আসামি যুবলীগনেতা শেখ সাঈদ গ্রেপ্তার

সাভারে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি যুবলীগ নেতা শেখ সাঈদকে (৪৫) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) জালাল উদ্দিন।
ওসি জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌর এলাকার বাজার রোডের একটি ভাড়া বাসা থেকে শেখ সাঈদকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি টয়লেটে লুকিয়ে ছিলেন।
তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার ঘটনায় ছয়টি মামলা রয়েছে। আজ সোমবার (১০ মার্চ) ভোরে তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে লেগুনায় চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান, যুবলীগ নেতা শেখ সাঈদকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড প্রার্থনা করে দুপুরে ঢাকা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।