সাবেক দুই সংসদ সদস্যের বিরুদ্ধে আদালতে চাঁদাবাজির মামলা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/11/14/cyyn-islaam-o-taanr-bon-merinaa-jaahaan-kbitaa.jpg)
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক দুই সদস্য চয়ন ইসলাম ও তাঁর বোন মেরিনা জাহান কবিতাসহ পাঁচজনের নাম উল্লেখ করে চাঁদাবাজির মামলা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে শাহজাদপুর আমলি আদালতে মামলাটি করেন উপজেলার শ্রীফলতলা গ্রামের আ. গফুরের ছেলে শাহাদত হোসেন।
মামলায় বালু বিক্রিতে বাধা, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ করা হয়। মামলায় আরও চার-পাঁচজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
মামলার শুনানি শেষে বিচারক গোলাম রব্বানী মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন। এই আদালতের পেশকার আশরাফুল আলম এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা কবিতার ছেলে সুমগ্ন করিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. টিপু এবং শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন নয়ন।
অভিযোগে উল্লেখ করা হয়, মামলার বাদী শাহাদত হোসেন ২০২২ সালের ২৫ জুন শাহজাদপুর উপজেলার শ্রীফলতলা এলাকায় ২০ লাখ ৪৩ হাজার টাকা দিয়ে অন্যের জমি ভাড়া নিয়ে করতোয়া নদী থেকে ড্রেজার দিয়ে উত্তোলন করা ৯০ লাখ সেফটি বালু এক কোটি ৮০ হাজার টাকায় কিনে বিক্রি করছিলেন।
২৬ জুন সাবেক দুই সংসদ সদস্যসহ আসামিরা বালু বিক্রিতে বাধা দেন এবং বাদীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করলে আসামিরা তাঁকে ধরে নিয়ে মারধর এবং হত্যার হুমকি দেন। পরে ওই বালু আসামিরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ছয় মাস ধরে বিক্রি করেন।
এতে বাদীর দুই কোটি ২৩ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ওই সময় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। যে কারণে এত দিন পর আদালতে মামলা করেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেন বাদী।
সাবেক এই দুই সংসদ সদস্যর বিরুদ্ধে অন্য মামলা থাকায় তাঁরা পলাতক রয়েছেন। এ বিষয়ে জানতে তাঁদের মোবাইল ফোনে কল করলে ফোন বন্ধ পাওয়া যায়।