এ বছরের ডিসেম্বর থেকে আগামী মার্চের মধ্যে নির্বাচন : ড. ইউনূস

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছেন যে, এই বছরের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর তা হবে কয়েক যুগের মধ্যে সবচেয়ে অবাধ ও নিরপেক্ষ। এবং এরপরই তিনি নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
সোমবার (১০ মার্চ) যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি গার্ডিয়ানে প্রকাশিত এক সাক্ষাৎকারে এই প্রতিশ্রুতির কথা জানিয়েছেন ড. ইউনূস। এই সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ধ্বংসস্তূপ থেকে দেশের গণতন্ত্রকে পথ দেখাতে তার সরকারের গৃহীত সিদ্ধান্ত ও পদক্ষেপ, সরকারের সামনে থাকা চ্যালেঞ্জ ও সমালোচনা উঠে এসেছে বিস্তারিতভাবে।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় উঠে এসেছে সাম্প্রতিক গতিধারা। অতি শিগগির দেশে নির্বাচন আয়োজন করার জন্য বেশ চাপের মুখে রয়েছেন ড. ইউনূস।
গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজনৈতিক দলগুলো বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ক্ষমতায় যেতে মরিয়া হয়ে উঠেছে এবং দ্রুত নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারে ওপর, মুহাম্মদ ইউনূসের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে চলেছে। এমনকি সরকারের বৈধতা নিয়েও কথা বলছে তারা। পাশাপাশি আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরাও নতুন রাজনৈতিক দল গঠন করেছে।
পুলিশের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ এখনো রয়ে গেছে। পুলিশের অনেক সদস্য ফৌজদারি অপরাধের দায়ে বিচারের মুখোমুখি হওয়ার পর অনেক কর্মকর্তা তাদের দায়িত্বে ফিরতে অপারগতা প্রকাশ করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিও হয়েছে বেশ। ঢাকার রাস্তায় সংঘবদ্ধ অপরাধের মতো ঘটনা ঘটছে, সংখ্যালঘুরা হয়রানির শিকার হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে গত সোমবার বিক্ষোভকারীরা স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা পুড়িয়েছে তার পদত্যাগের দাবিতে।
মুহাম্মদ ইউনূস অস্বীকার করে বলেছেন যে, শেখ হাসিনার সময়ের চাইতেও রাস্তাঘাট এখন অনিরাপদ এমন কথা ঠিক নয়। তবে কেউ কেউ হুঁশিয়ার করে দিয়েছেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তবে ছাত্রনেতা নাহিদ ইসলাম যিনি কিনা নতুন গঠন করা জাতীয় নাগরিক পার্টির প্রধান, তিনি বলেছেন, বর্তমান অবস্থায় যে আইনশৃঙ্খরা পরিস্থিতি তাতে এই সময়ে নির্বাচন অসম্ভব হতে পারে। তবে মুহাম্মদ ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের এই পরিস্থিতি ও দুর্দশাকে একটি কাঠামোতে আনতে বদ্ধপরিকর।