শাহবাগ ব্লকেড থেকে সরে ৬ দাবি জানালেন শিক্ষার্থীরা

সম্প্রতি দেশজুড়ে আশঙ্কাজনক হারে ধর্ষণ বেড়ে যাওয়া এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করেছে রাজধানীর ৩০টি কলেজের শিক্ষার্থীরা। ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীদের অধিকাংশই উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানায় তারা। প্রায় ২০ মিনিটের ব্লকেড কর্মসূচি শেষে জাতীয় জাদুঘরের সামনে ফিরে যায় শিক্ষার্থীরা।
সেখান থেকেই নিজেদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অবরোধ কর্মসূচি থেকে ধর্ষকের প্রকাশ্য শাস্তিসহ মোট ছয় দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবিগুলো হলো- ধর্ষকের শাস্তি জনসম্মুখে প্রকাশ্যে নিশ্চিত করতে হবে; ধর্ষকদের বিরুদ্ধে প্রশাসনের সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’নীতি অনুসরণ করতে হবে; কোথাও ধর্ষণের ঘটনা ঘটলে, ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষককে গ্রেপ্তার করা, মেডিক্যাল রিপোর্ট তৈরি করা এবং ভিকটিম ও সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নিশ্চিত করতে হবে। ধর্ষণের বিচার সালিশের মাধ্যমে করা যাবে না, এর বিচার নিশ্চিত করবে শুধুমাত্র রাষ্ট্র। অপ্রাপ্তবয়স্ক পুরুষ দ্বারা ধর্ষণের শিকার হলে সর্বোচ্চ ফাঁসি এবং অন্তত আমৃত্যু কারাদণ্ড কার্যকর করতে হবে। বর্তমানে চলমান সব ধর্ষণ মামলার বিচার আলাদা ট্রাইব্যুনাল গঠন করে ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করতে হবে।

এদিকে ব্লকেড থেকে সরে আসার কারণ হিসেবে শিক্ষার্থীরা জানায়, জনগণের ভোগান্তির কথা চিন্তা করে এ কর্মসূচি থেকে সরে এসেছেন তারা। তবে ব্লকেড কর্মসূচির পরিবর্তে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পাশের ফাঁকা রাস্তায় অবস্থান করবেন তারা।
এই আন্দোলনে অংশগ্রহণকারী কলেজগুলো হলো- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ, নটরডেম কলেজ, ঢাকা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ মডেল কলেজ, উইলস্ লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, জলসিঁড়ি ক্যান্টনমেন্ট কলেজ, আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, সবুজবাগ সরকারি কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ ও হামদর্দ কলেজ।