সোনারগাঁওয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, যুবককে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মনসুর আলী (৩৫) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। তার বাড়ি রংপুরের কোতোয়ালি থানার কাটাবাড়ি গ্রামে।
গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনগত রাত ১২টায় উপজেলার কাঁচপুর পুরান বাজারের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাঁচপুরের পুরান বাজারের রায়েরটেক এলাকার ইছাক মুন্সির ভাড়াটিয়া গার্মেন্টস কর্মী নুরুজ্জামান তার স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে সপরিবারে বসবাস করেন। একই বাড়িতে ভাড়া থাকেন অভিযুক্ত মনসুর আলী। শিশুটির মা-বাবা গার্মেন্টসে চাকরি করার কারণে শিশুটিকে পাশের বাসার এক নারীর কাছে রেখে যান। গতকাল বৃহস্পতিবার বিকেলে ৩টার দিকে বাড়ির উঠানে শিশুটি খেলাধুলার সময় তাকে একা পেয়ে খাবারের প্রলোভন দেখিয়ে কৌশলে রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মনসুর আলী। এ সময় ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়ারা দেখে ফেলেন। পরবর্তীতে শিশুটির বাবা-মা বাসায় ফিরে এমন খবর জানতে পেরে এলাকাবাসীকে বিষয়টি জানান। একপর্যায়ে এলাকাবাসী রাত ১২টার দিকে ক্ষুব্ধ হয়ে ওই যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সামরুল হোসেন বলেন, শিশুটির বাবা-মা চাকরি থেকে ফিরে আসার পর তাদের কাছে বিষয়টি জানায় শিশুটি। পরে শিশুটির বাবা-মা এলাকাবাসীকে বিষয়টি জানান।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারী বলেন, ধর্ষণচেষ্টার মামলায় মনসুর আলীকে গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।