কেরাণীগঞ্জ থেকে ট্রিপল মার্ডার মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী থানার ট্রিপল মার্ডার মামলার আসামি মো. হোসাইনকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে ঢাকার কেরাণীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ শুক্রবার (১৪ মার্চ) র্যাব ১০-এর সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব ১০ সূত্রে জানা যায়, কোটাবিরোধী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. সাইদুল ইসলাম ইয়াসিনসহ আরও দুইজনকে ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে এবং কুপিয়ে যাত্রাবাড়ী থানার সামনে ফেলে রাখা হয়। পরবর্তীতে সাইদুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় সাইদুলের মা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিষয়টি জানতে পেরে হোসাইনসহ অন্যান্য আসামিরা আত্মগোপনে চলে যায়। এরপর থেকে আসামিদের গ্রেপ্তারের জন্য বিভিন্নসময় অভিযান পরিচালনা করে আসছে র্যাব।