‘নারীদের নিরাপত্তায় অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে’

দেশের শিশু ও নারীদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
স্ট্যাটাসে তারেক রহমান বলেন, আট বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু আমাদের সবাইকে গভীর শোক, লজ্জা ও দুঃখে আচ্ছন্ন করেছে। বাংলাদেশের শিশু ও নারীরা কখনোই সহিংসতা, নির্যাতন ও হয়রানির শিকার হবে না। একটি মুক্ত ও ন্যায়সঙ্গত বাংলাদেশ গড়তে হলে আমাদের জাতি হিসেবে আত্মসমালোচনা করতে হবে এবং নিশ্চিত করতে হবে যেন এ ধরনের অবিচার আর কখনোই না ঘটে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, আমি এই ধরনের ভয়াবহ অপরাধের শিকারদের ন্যায়বিচার পাওয়ার সংগ্রামে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে দৃঢ়প্রতিজ্ঞ। আমাদের দল বিএনপি ইতোমধ্যে দুটি বিশেষ সেল গঠন করেছে—একটি চিকিৎসা সহায়তার জন্য এবং অন্যটি আইনি সহায়তার জন্য। এই সেলগুলোতে বহু নারী চিকিৎসক ও আইনজীবী রয়েছেন, যারা ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে, পেশাদার ও প্রয়োজনে গোপনীয় সহায়তা প্রদান করবেন।

তারেক রহমান বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি করতে হবে, যাতে দেশের প্রতিটি মা, বোন ও কন্যা নিরাপদে থাকতে পারেন। বাংলাদেশে নারী ক্ষমতায়নের পথিকৃৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি আবারও নেতৃত্ব দিতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে লিঙ্গ, ধর্ম বা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ, সমান ও ন্যায়সঙ্গত সমাজ গড়ে তোলা যায়।