ভোটাধিকারের জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে : শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যুদ্ধ চালিয়ে যেতে হবে। এজন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। সব ষড়যন্ত্রের ঊর্ধ্বে থেকে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে। সকল নেতাকর্মীর পাশে থাকতে হবে।
রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল আয়োজিত ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ এ সব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, তারেক রহমানের একটিমাত্র বার্তা সেটি হলো সব সময় জনগণের পাশে থাকতে হবে। আমরা এখনো ক্রান্তিকাল অতিক্রম করছি। আমরা যে ভোটের জন্য লড়াই করেছি সেই ভোট এখনো আমরা দিতে পারি নাই।
অন্তর্বর্তী সরকারের কাছে দাবি রেখে শামা ওবায়েদ বলেন, হাসিনামুক্ত, ফ্যাসিবাদমুক্ত এই বাংলাদেশে আর কোনো নারী নির্যাতন আমরা দেখতে চাই না। আর কোনো অত্যাচার হোক সেটা আমরা দেখতে চাই না। আর কোনো ডাকাতি আর কোনো গুম, খুন আমরা দেখতে চাই না। যারা গত ১৫ বছরে কোনো আন্দোলন সংগ্রামে ছিল না তাদের ওপর ভর করে আওয়ামী লীগ আবার বাংলাদেশে ফিরে আসতে চাচ্ছে।
ইফতার ও দোয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, ফজলুল হক টুলু, আজম খান, গ্যাবের সাবেক সভাপতি ডা. শামীম হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
পরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।