শিশু ধর্ষণের অভিযোগে যুবকের যাবজ্জীবন

সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরশাদ নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত আরশাদ দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাহপুর করেরগাঁও গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
আজ সোমবার (১৭ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
বিচারক রায়ে আসামিকে কারাদণ্ডের পাশাপাশি আরও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড দিতে ব্যর্থ হলে আসামির স্থাবর/অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী ও তার পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার অভিযোগ বলা হয়েছে, ২০১৪ সালের ২ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় আসামি আরশাদ ওই শিশুকে পার্শ্ববর্তী দোকান থেকে সিগারেট ও শ্যাম্পু আনতে বলেন। তার কথামতো সিগারেট ও শ্যাম্পু নিয়ে আসে শিশুটি। পরে তাকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন করেরগাঁওয়ের একটি বাড়ির ফাঁকা ঘরে নিয়ে ধর্ষণ করে ওই যুবক। এ ঘটনায় কেরাণীগঞ্জ থানায় শিশুটির বাবা একটি ধর্ষণ মামলা করেন। এরপর ১৬ নভেম্বর আরশাদকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মো. হামিদুল ইসলাম। মামলার বিচার চলাকালে আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ করে।