গাজীপুরে প্রাইভেটকার চাপায় নারী শ্রমিক নিহত, মহাসড়ক অবরোধ

গাজীপুরে প্রাইভেটকার চাপায় নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী এসে যৌথভাবে শ্রমিকদের ধাওয়া দিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা সোমবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে শ্রমিকরা এ অবরোধ করেন।
এ সময় মহাসড়ক অবরোধকারী শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানো গ্যাস ছুঁড়ে। পরে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় একজন সহককারী উপপরিদর্শকসহ (এএসআই) তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আন্দোলনরত শ্রমিকরা জানান, সোমবার ইফতারের জন্য দেড় ঘণ্টা সময় ছুটি দেয় কারখানা কর্তৃপক্ষ। পরিবারের সঙ্গে ইফতার সেরে কারখানায় আসার সময় গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় মহাসড়ক পাড় হওয়ার সময় অজ্ঞাত প্রাইভেটকার ওই নারী শ্রমিককে চাপা দেয়। এ সময় কারখানার নারী শ্রমিক সাবিনা ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় কারখানার কর্মরত শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে শিল্প পুলিশ, জয়দেবপুর থানা পুলিশ ও সালনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন। এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে কয়েকটি গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনীর সদস্যদের সমন্বয়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে রাত পৌনে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল আলম জানান, শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।